আন্তর্জাতিকখেলাধূলা
হিগুয়েনের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: আর্জেন্টাইন ফুটবলের আইকন জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির জাতীয় দলের হয়ে খেলা নিজের শততম ম্যাচে নিজে গোল না পেলেও জয় পেয়েছে তার দল।
কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন।
এই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই লাতিন আমেরিকার বিশ্বকাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেল মেসির দল।
বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। উপর্যুপরি আক্রমণে জ্যামাইকার রক্ষণদুর্গ কাঁপিয়ে তোলেন আর্জেন্টিনার ফুটবলাররা। তবে জ্যামাইকার গোলরক্ষক ডোয়াইন মিলারের ভালো কিপিং এ স্কোরলাইন ১-০ এর বেশি নিয়ে যেতে পারেনি আর্জেন্টিনা।
ম্যাচের ১১ মিনিটেই সমর্থকদের গোল উপহার দেন হিগুয়েন। বাঁ দিক থেকে পেনাল্টি বক্সের মধ্যে হিগুয়েনকে বল দেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো আর্জেন্টিনার। ওই ডি মারিয়ার ক্রস থেকে বল পেয়েছিলেন হিগুয়েন। গোলরক্ষক মিলারের মাথার ওপর দিয়ে চিপ করেন নাপোলির এই স্ট্রাইকার। কিন্তু বল গিয়ে ক্রসবারের ওপর পড়ে বাইরে চলে যায়।
৩৩ মিনিটে মেসির বাঁ পায়ের জোরালো শট পোষ্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৪২ মিনিটে ডি মারিয়ার শট লাফিয়ে উঠে এক হাতে ঠেকিয়ে দেন জ্যামাইকার গোলরক্ষক।
এরপর দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৫৭ মিনিটে বক্সের সামনে থেকে করা মেসির একটি শট এক হাতে রুখে দেন মিলার। শেষ দিকে আরো কিছু আক্রমণ শানায় আর্জেন্টিনা। কিন্তু আর কোনো গোলের দেখা পাননি তারা। ফলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসিদের।