জেড.আই জহিরঃ ভারতীয় উদ্ভোধনী ব্যাটসম্যান রোহিত শার্মাকে তিরষ্কার করেছে আইসিসি। আম্পিয়ার সিদ্ধান্তকে অসন্তোষ প্রকাশ করায় জরিমানা গুনতে হয়েছে শার্মাকে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের বড় সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সোমবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে রোহিত শার্মার বিপক্ষে এই শাস্তির কথা জানায়। আইসিসির আচরণবিধি ভাঙায় লেভেল ওয়ানের অপরাধের জন্য শাস্তি পেলেন রোহিত। নিজের দোষ স্বীকার করে নেন রোহিত শার্মা। ফলে প্রথমবারের মতো সর্বনিম্ন শাস্তি ‘তিরস্কার’ করে ছেড়ে দিয়েছে আইসিসি। তবে পরবর্তি বার আইসিসির আচরণবিধি লঙ্ঘণ করলে নিয়মঅনুযায়ী উক্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে রোহিত শার্মাকে।
উল্লেখ্য বিগত শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপেক্ষ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তকে উপেক্ষা করে অসন্তোষ প্রকাশ করে রোহিত। যার পরণায় রোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উক্ত ম্যাচের মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো, পল উইলসন, তৃতীয় আম্পায়ার জন ওয়ার্ড ও চতুর্থ আম্পায়ার জেরার্ড অ্যাবড। আনিত অভিযোগের উপর নিয়মঅনুযায়ী রোহিতকে “তিরষ্কার” করেন আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো।