ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

বিসিএস পরীক্ষায় এবার নিষিদ্ধ হলো ঘড়ি

bcs watch prohabitedনিউজরুমবিডি.কম: বিসিএস প্রিলিমিনারিতে ক্যালকুলেটর ব্যবহারে আগেই নিষেধাজ্ঞা থাকলেও এবারই প্রথম নিষিদ্ধ হলো ঘড়ি।

রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ থাকবে।

পিএসসি’র এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই এবং ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, আগামী ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় অংশ নেবেন দুই লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী।

Tags

Related Articles

Close