বাংলাদেশসর্বশেষ নিউজ
এশিয়ার সেরা গভর্নর ড. আতিউর রহমান
ডেস্কনিউজ, নিউজরুমবিডি.কম: ইউরো ইনস্টিটিউশনাল ইনভেস্টরস মানি পিএলসির গবেষণা শাখা এমার্জিং মার্কেট ২০১৫ সালের জন্য এশিয়ার সেরা কেন্দ্রীয় ব্যাংক প্রধান মনোনীত করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে।
আজ শনিবার সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, দেশের আর্থিক অন্তর্ভুক্তিমূলক খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ আতিউর রহমানকে এ পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রধান হিসেবে তার ভূমিকা বিবেচনা করে দ্য ব্যাংকার কর্তৃক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সেরা গভর্নর হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন আতিউর।