খেলাধূলাসর্বশেষ নিউজ
রিয়ালকে গুঁড়িয়ে দিয়ে ৪-০ গোলের ব্যবধানে জয় পেল বার্সা
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারালো বার্সেলোনা। সুয়ারেজের জোড়া গোল আর নেইমার ও ইনিয়েস্তার একটি করে গোলে রিয়ালকে তাদের মাঠেই ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে বড় জয় তুলে নেয় লুইস এনরিকের দল।
এ ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেনো হয়নি সদ্যই চোট কাটিয়ে ফেরা মেসিকে। দ্বিতীয়ার্ধে মাঠে নামানো মেসির অনুপস্থিতিতে বার্সার দায়িত্ব কাঁধে নেওয়া নেইমার-সুয়ারেজ জুটিশুরু থেকেই ছিলেন দুর্দান্ত।
ম্যাচের ১১ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ।
২৭ মিনিটে বার্সার ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পেয়ে যায় রিয়াল। এসময় রুদ্রিগেজের আক্রমণ থেকে বার্সাকে রক্ষা করেন চিলির গোলকিপার ব্রাভো।
ম্যাচের ৩৯ মিনিটের সময় পাল্টা আক্রমণে বার্সার ব্যবধান দিগুণ করেন নেইমার।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ৫৪ মিনিটের সময় স্কোরলাইন ৩-০ করে ফেলেন বার্সা অধিনায়ক ইনিয়েস্তা।
৫৭ মিনিটের সময় ইভান রাকিটিচের বদলি হিসেবে মাঠে আসেন ফুটবলের খুদে জাদুকর মেসি। মাঠে নামার নয় মিনিট পরেই গোলের দারুণ একটি সুযোগ তৈরি করেন মেসি।
এরপর ৭৪ মিনিটে নিজের জোড়া গোলে স্কোরলাইন ৪-০ করে ফেলেন সুয়ারেজ।
১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরো মজবুত করল বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৪ পয়েন্ট।