ক্রিকেটক্রিকেটখেলাধূলা

আইপিএল খেলা হচ্ছেনা মুস্তাফিজের

mostafizজেড.আই জহিরঃ ভারতের জনপ্রিয় টি-টুয়েন্টি লিগ আইপিএলে খেলা হচ্ছেনা মুস্তাফিজুর রহমানের। তরুণ এই পেসারের ভবিষ্যত চিন্তা করেই এমান সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।
 
মঙ্গলবার মুস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ব্যাপারে নাকচ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন আইপিএলের কোনো দল যদি মুস্তাফিজকে দলে নিতে চায়, সেক্ষেত্রে বিসিবির কোন আপত্তি নেই।
 
মুস্তাফিজ রহমানের আইপিএল খেলার ব্যাপারে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেন, “মুস্তাফিজ নিয়ে কোন প্রকার ঝুকি নিবনা আমরা। তাই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার ক্ষেত্রে বোর্ড থেকে মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হবে না। মূলত মুস্তাফিজ ও দেশের ভবিষ্যত ক্রিকেটের কথা মাথায় রেখেই বোর্ড এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।”
 
সভাপতির সুর এতো অল্প বয়সে বেশি বেশি ম্যাচ খেললে ইনজুরিতে পরার একটা ঝুঁকি থেকে যাবে। সেক্ষেত্রে মুস্তাফিজের আর একটু পরিপক্ক হওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি অল্প বয়সে বড় বড় আসরে খেলতে গেলে ইনজুরিতে পরার পাশাপাশি অন্যান্য ঝুঁকিও থেকে যায়। আর সে বিষয়গুলো মাথায় রেখেই বোর্ড তাকে এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
উল্লেখ্য সবকিছু ঠিক থাকলে ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলের নবম আসর মাঠে গড়াবে এপ্রিল মাসে। এই আসরের জন্য আইপিএলের প্লেয়ার ড্রাফটে রাখা হয়েছে বাংলাদেশের তরুণ বোলার মুস্তাফিজুর রহমান কে। এমনকি দুদিন আগে তার প্রায় ৫৮ লাখ টাকার ভিত্তিমূল্য প্রকাশিত হয়েছে।
Tags

Related Articles

Close