জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলের সখিপুরে সিডিএফবি গ্রন্থকুঞ্জ উদ্বোধন
আব্দুর রাজ্জাক: সিডিএফবি’র এর অন্যতম প্রোজেক্ট “গ্রন্থাগার” থেকে স্থাপিত গ্রন্থকুঞ্জ-এর প্রথম শাখা উদ্বোধন হলো টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া গ্রামে। তাদের স্লোগান, আঁকবো মোরা জ্ঞানের ছবি। তারা চান পৃথিবী বইয়ের হোক, প্রান্তিক অঞ্চলও প্রসিদ্ধ হোক।
এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহ আলম সাজু। তিনি বলেন, মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করতে লাইব্রেরির বিকল্প নেই। সিডিএফবি যে প্রোজেক্ট “গ্রন্থাগার” নিয়ে প্রান্তিক অঞ্চলে গ্রন্থকুঞ্জ নামে পাবলিক লাইব্রেরি স্থাপনে নেমেছে তা নিঃসন্দেহে ভালো কাজ।
সিডিএফবি থেকে একঝাঁক তরুণ তরুণী স্বপ্ন দেখে প্রান্তিক অঞ্চল বই দিয়ে রাঙিয়ে দেওয়ার। একটি জাতি গঠনে জ্ঞান অর্জনের বিকল্প নেই। আর এই জ্ঞান অর্জনের একটি বিশেষ জায়গা পাবলিক লাইব্রেরি। তাই তারা চান দেশের প্রান্তিক অঞ্চলের প্রতিটি গাঁয়েই পাবলিক লাইব্রেরি স্থাপন করতে।