খেলাধূলাসর্বশেষ নিউজ

ইমরুলের অর্ধশতকে লড়ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আজ সোমবার মিরপুর  শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে টাইগাররা। শুরুতেই বাংলাদেশকে ভালো সূচনা এনে দিলেও জুটি ধরে রাখতে পারেননি দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

দলীয় ৩২ রানে তামিম ইকবালের (১৯) উইকেটটি হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং এ জ্বলে উঠতে পারেননি লিটন দাস। দলীয় ৪৭ রানের সময়  ব্যক্তিগত ৭ রানে আউট হন তিনি। মাহমুদুল্লাহও হাঁটেন একই পথে। ৪ রান করে দলীয় ৭৯ রানের সময় আউট হন তিনিও।

ব্যাটিং এ দুঃসময়ে হাল ধরেন ইমরুল কায়েস ও গত ম্যাচের নায়ক মুশফিকুর রহিম। শেষ খবর পর্যন্ত ইমরুল ব্যাট করছেন ৫৯ রান নিয়ে এবং মুশফিক অপরাজিত আছেন ১৫ রানে।

এর আগে প্রথম ম্যাচের মতোই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

আজ বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে একটি। সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে হঠাৎ করেই সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় তার বদলে একাদশে এসেছেন ইমরুল কায়েস। আর জিম্বাবুয়ে দলে রিচমন্ড মুতুমবামির চোটের কারণে একাদশে এসেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছেন মাশরাফিবাহিনী। আজ জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চান টাইগাররা।

Tags

Related Articles

Close