জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা’র) বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা কর্মীরা।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ডে দলে দলে এসে সমবেত হতে থাকে জেলা বিএনপির নেতা কর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশ এসে বাধা দেয়। বাধার সম্মুখীন হয়ে নেতারা শান্তিকুঞ্জ মোড়ে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহামন জিন্নাহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক ও শ্রমিকদল নেতা একে এম মনিরুল হক, মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবিদ হোসেন ঈমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ বিএনপির অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Close