রাজনীতিসর্বশেষ নিউজ
রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ?
বিশেষ প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: রাজনৈতিক পরিবারের সন্তান, শহীদ তাজউদ্দিন আহমেদের তনয়, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী তানজিম আহমদ সোহেল তাজ আবারো রাজনীতিতে ফিরতে পারেন। এমনটাই জানা গেছে বিভিন্ন সূত্র থেকে।
আওয়ামীলীগের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজেই এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই সোহেল তাজ দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন। আগামী নির্বাচনকে সামনে রেখেই সবকিছু ভুলে গিয়ে রাজনীতে আবারো সরব হয়ে উঠবে সোহেল তাজ- এমনটাই মনে করছেন আওয়ামীলীগের একাধিক নেতৃস্থানীয় রাজনীতিক।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, “আমি বিষয়টি সম্পর্কে কিছু জানি না। তবে তিনি রাজনৈতিক পরিবারের ছেলে। রাজনীতিতে ছিলেন, তিনি আবার রাজনীতিতে সক্রিয় হলে সেটি তো ভালো কথা। তাকে আমরা স্বাগত জানাবো। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সোহেল তাজ তো রাজনীতিরই মানুষ। রাজনীতির মধ্য দিয়েই তিনি গড়ে উঠেছেন। রাজনীতি তিনি ছাড়বেন কেন বা রাজনীতিই বা তাকে ছাড়বে কেন।”
প্রসঙ্গত উল্লেখ্য, জনপ্রিয় রাজনীতিক, উদ্যোমী, মেধাবী ও একজন প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে পরিচিত হয়ে উঠা সোহেল তাজ ২০০৯ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান। এসময় তিনি সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান। আওয়ামী লীগ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিপুলভাবে বিজয় লাভ করার পর ২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। এর পাঁচ মাসের মাথায় ২০০৯ সালেই তিনি পদত্যাগ করেন।
ওই বছর ৩১ মে তিনি পদত্যগ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র জমা দেন। কিন্তু তখন তার পদত্যাগপত্র গ্রহণ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছর পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় ২০১২ সালের ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেন তিনি। পাশাপাশি তিনি পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিরও আবেদন জানান। সেই সময় থেকে তার ব্যক্তিগত হিসাবে পাঠানো বেতন-ভাতার যাবতীয় অর্থ ফেরত নেওয়ারও অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।
এরপর ২০১২ সালের ২৩ এপ্রিলে সংসদ থেকে পদত্যাগ করেন সোহেল তাজ। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পদত্যাগের পর কাপাসিয়াবাসীর উদ্দেশে খোলা চিঠিও লেখেন তিনি।