স্পোর্টস ডেক্সঃ আজ ডিপিএলের নিজের সপ্তম ম্যাচে মাঠে নামে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অনন্য রেকর্ডের সামনে দাড়িয়ে মাঠে নামেন তিনি। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে লিষ্ট “এ” ক্যারিয়ারে ৬ হাজার রান করার দৌড়ে ছিলেন তামিম। এই মাইলফলক স্পর্শ করতে ৮৬ রানের দরকার ছিল তামিমের। কিন্তু ৪৮ রানেই থামেন তামিম ইকবাল। তাই আজ আর পারলেন না তামিম ইকবাল।
সোমবার ফতুল্লায় শুরুটা দূর্দান্ত ছিল তামিম ইকবালের। কলাবাগানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে তামিম ও অভিষেক মিত্রের ৮৮ রানের জুটি। একসময় মনে হচ্ছিল হচ্ছিল আজই হয়ত প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তামিম। কিন্তু ভক্তদের আরও অপেক্ষায় রাখলেন দেশসেরা এই ওপেনার।
কলাবাগানের বিপক্ষে ৪৮ রান করে অধিনায়ক মাহমুদুল হাসানের বলে যাতিন সাক্সেনার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তামিম ইকবাল। তার ৫২ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছয়ের মার মারেন। আর এই রানের সুবাদে তামিমের লিষ্ট “এ” ক্যারিয়ারে রান দাড়ালো ৫ হাজার ৯৬২।