খেলাধূলাসর্বশেষ নিউজ

এশিয়া কাপ হতে পারে বাংলাদেশের মাটিতে!

paponক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: গত বছরগুলোতে এশিয়া কাপের আয়োজক হতে অনাগ্রহ দেখানো ভারতীয় ক্রিকেট বোর্ড এবারও যদি অনাগ্রহ দেখায়, তবে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের এ আসর অনুষ্ঠিত হতে পারে বাংলাদেেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমনটিই ইঙ্গিত দিয়েছেন।
আইসিসির বোর্ড সভা থেকে ফিরে শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, ‘এশিয়া কাপ আয়োজনে বাংলাদেশ আবার আগ্রহ দেখিয়েছে। শেষ পর্যন্ত ভারত আগ্রহী না হলে এশিয়া কাপ এবারও ঢাকায় অনুষ্ঠিত হবে।’
তিনি আরো বলেন, ‘এশিয়া কাপের জন্য আমরা আগ্রহ দেখিয়েছি। আগামী মাসের ২৭-২৮ তারিখে সিঙ্গাপুরে এসিসি বোর্ড মিটিং। সেখানে আমরাও থাকব। সেখানে চূড়ান্ত হবে এশিয়া কাপ কোথায় হবে।’
তবে বিসিবি সভাপতি এটাও মনে করেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপের এবারের আসর নিজেরাই আয়োজন করার সম্ভাবনা অনেক বেশি। তিনি জানান, ‘পর পর দুবার বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার কারণে আমাদের সুযোগ একদম কম। সামনে ভারতে টি-২০ বিশ্বকাপ। এই কারণে সবাই চাচ্ছে ওখানেই এশিয়া কাপ খেলতে। তাতে করে টি-২০ বিশ্বকাপের আগে সবাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাবে। আমি এখনো জানি না ভারত আগ্রহী কি না। ওখানে বলা হয়েছে, এশিয়া কাপ ভারতেই হবে। যদি ওরা আগ্রহ না দেখায় সে ক্ষেত্রে নিশ্চিত বাংলাদেশে হবে। এ জন্য আরো বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে।’
প্রসঙ্গত, এশিয়া কাপের সর্বশেষ দুটি আসর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে।

Related Articles

Close