বাংলাদেশ

সাংসদ টিটুর একান্ত প্রচেষ্টায় নাগরপুর-দেলদুয়ারে ২০ জন চিকিৎসক নিয়োগ

tit

নিজস্ব প্রতিনিধিঃ আহসানুল ইসলাম টিটু এমপির একান্ত প্রচেষ্টায় তার নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৬ নাগরপুর ও দেলদুয়ারের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দুই উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ২০ জন ডাক্তারের পোস্টিং সম্পন্ন হয়েছে।জানা যায় দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের দুই উপজেলা নিয়ে গঠিত আসন টাঙ্গাইল ৬ এর জনসাধারণ তাদের প্রাপ্ত সেবা থেকে বঞ্চিত ছিলেন। সেই সাথে ঢাকার পার্শ্ববর্তী জেলা হয়েও এই জেলার নাগরপুর দেলদুয়ার উপজেলা দুটি স্থানীয় জনপ্রতিনিধিদের অমনোযোগীতার কারণে অবহেলিত ছিল।

তবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আহসানুল ইসলাম টিটু উক্ত আসনের সাঙ্গসদ নির্বাচিত হওয়ার পর থেকে বদলাতে শুরু করেছে আসনটির চেহারা। এলাকাবাসীর নিকট থেকে জানা যায় এর মধ্যে তিনি মসজিদ মাদ্রাসা স্কুল রাস্তা ঘাট সহ বিভিন উন্নয়ন প্রয়োজনীয় কাজ শুরু করেছেন। দুই উপজেলার বিভিন্ন সাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নিয়োগ যেন তারই ধারাবাহিকতা। উল্লেখ্য ডেঙ্গুর মহামারীর সময়ও টিটুর উদ্যোগে সন্তুষ্ট ছিল এ আসনের জনগন।

Related Articles

Close