বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
সখীপুরে চারবারের সাংসদ শওকত মোমেন শাহজাহানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চারবার নির্বাচিত সাংসদ ও সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, মুক্তিবাহিনী গঠনের অন্যতম সংগঠক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার।
সংসদ সদস্য থাকা অবস্থায় ২০১৪ সালের ২০ জানুয়ারি ভোরে সখীপুর নিজবাসায় তার আকষ্মিক মৃত্যু ঘটে। তিনি নবম সংসদে কৃষিমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ১৯৮৬, ১৯৯৯ (উপনির্বাচন), ২০০৮ ও ২০১৪ (বিনাপ্রতিদ্ব›িদ্বতায়) সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন।
আজ শুক্রবার সকাল নয়টায় তার কবরে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয় পুষ্পার্ঘ নিবেদন করবেন বলে জানা গেছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ স্থানীয় ডাকবাংলো চত্বরে দিনব্যাপি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।
মৃত্যুবার্ষিকীকে ঘিরে তার প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা কলেজ, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়াও সকাল ১০টায় মহিলা কলেজে স্মরণসভা, তার উন্নয়ন কর্মকাÐ নিয়ে ভিডিও প্রদর্শণী, কোরআনখানি, কাঙালিভোজ, দোয়া মাহফিল ও বিকেলে ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগ স্মরণসভার আয়োজন করেছে।