জাতীয়সাহিত্য

‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাত আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ ‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাত আর নেই। আজ রবিবার সকাল ৮টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ফুসফুসের ইনফেকশনে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
জানা গেছে, নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণজনিত রোগের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন আবুল হাসনাত। সেখানে করোনা পরীক্ষা করলে ফল নেগেটিভ আসে।
সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল হাসনাত। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।
কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে পদচ্ছাপ রেখেছেন আবুল হাসনাত। তবে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন একজন বিচক্ষণ ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে।
চিত্রকলা বিষয়েও আবুল হাসনাতের প্রজ্ঞা সর্বজনবিদিত। এছাড়া তার হাত ধরেই বহু কবি-সাহিত্যিক-শিল্পী পাঠকের কাছাকাছি পৌঁছোতে পেরেছেন।
Tags

Related Articles

Close