জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে কাতুলীতে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: ইউ এস এইড এর এক্সডান্ডিং পার্টিসিপেশন অব পিপল উইথ ডিজএ্যাবিলিটি প্রোগ্রাম এর আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবন্ধী ব্যক্তি ও আইন জীবিদের সাথে লিগ্যাল এইডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে, কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনছারী।
এসময় টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি উপমা পারিচা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মিয়া, বøাস্ট এর ঢাকা ইউনিটের আইনজীবি ফয়সাল আহমেদ, বøাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, কাতুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়েব আলী সরকার, কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ডিপিওডির প্রকল্প কর্মকর্তা মমতাজ উদ্দিন, ডিপিওডির সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে ধারনাপত্র পাঠ করেন টাঙ্গাইল ডিপিওডি‘র পরিচালক মো. শহিদুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও আইন বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সুরক্ষার বিষয়ে আলোচনা করেন।