আন্তর্জাতিকজাতীয়সর্বশেষ নিউজ

করোনাভাইরাসের কারণে ভারতীয় ভিসা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে আগামী ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। গতকাল বুধবার (১১ মার্চ) ভারতের মন্ত্রিসভার এক আলোচনার পর ই-ভিসাসহ সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করে ভারত।

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ রোগের বিদ্যমান সংক্রমণ বিবেচনায় ভারত সরকার দেশটিতে ভ্রমণের জন্য নির্দেশনা জারি করেছে। ১২ মার্চ বা তার আগে ভারতীয় হাইকমিশন থেকে দেওয়া বৈধ ভিসা আগামী ১৩ মার্চ সকাল ৬টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। আর ১৩ মার্চ থেকে কোনো নতুন ভিসা দেওয়া হবে না। তবে স্থগিত করা সময়ে মধ‌্যে যদি কোনো বিদেশির বিশেষ কোন কারণে ভারতে যাওয়া প্রয়োজন হয় তাহলে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

Tags

Related Articles

Close