বিনোদন

চোরাচালানের গল্প নিয়ে মোশাররফ-তিশার ‘স্বর্ণমানব ৩’

বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের গল্প নিয়ে এরই মধ্যে নির্মিত হয়েছে ‘স্বর্ণমানব’ টেলিছবির দুটি কিস্তি। প্রচারের পর দুটোই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় এবার সমুদ্র পথে চোরাচালানের লোমহর্ষক কিছু ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘স্বর্ণমানব ৩’। মঈনুল খানের রচনায় এবারের টেলিছবিটিও নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

১৯৫২ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে নির্মিত টেলিছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, অপর্না ঘোষ, আরফান, সুজাত শিমুল, খালিদ মাহমুদ প্রমুখ।

আজ রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে একযোগে চারটি চ্যানেলে প্রচারি হবে।

আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আরটিভি, রাত সাড়ে ১১টায় এনটিভি ও বাংলাভিশনে প্রচার হবে ‘স্বর্ণমানব ৩’। আর পরদিন ২৭ জানুয়ারি দুপুর ২টায় চার চ্যানেলেই একযোগে পুনঃপ্রচার হবে টেলিছবিটি।

Tags

Related Articles

Close