সর্বশেষ নিউজ

বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ: বিশ্বব্যাংক

নিউজরুমবিডি.কম: বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বিশ্বব্যাংক জানিয়েছে, নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ।

বিশ্বব্যাংকের এক মূল্যায়নে এ তথ্য ওঠে এসেছে বলে জানা যায়। বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের চলমান উন্নতির ভিত্তিতে শ্রেণিবিন্যাসের মাধ্যমে এই মূল্যায়ন করেছে।

বিশ্বব্যাংক মধ্যম আয়ের দেশকে দুটি স্তরে ভাগ করে- নিম্ন মধ্যম আয়ের দেশ ও উচ্চ মধ্যম আয়ের দেশ।

বিশ্বব্যাংকের শ্রেণিবিন্যাস অনুযায়ী কোনো দেশের মাথাপিছু আয় ১ হাজার ৪৫ ডলারের বেশি হলে সে দেশটির অবস্থান হবে নিম্ন মধ্যম আয়ের শ্রেণিতে। আর কোনো দেশের মাথাপিছু আয় যদি ৪ হাজার ১২৫ ডলারের বেশি হয়, তখন সে দেশটির অবস্থান হবে উচ্চ মধ্যম আয়ের শ্রেণিতে।

 

বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ১ হাজার ৩০০ ডলারের ওপরে। তাই নতুন অর্থবছরের শুরুর দিনেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে বিশ্বব্যাংক। মাথাপিছু আয় ১ হাজার ৪৬ ডলার থেকে ৪ হাজার ১২৫ ডলার পর্যন্ত বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের শ্রেণিতে থাকবে। মাথাপিছু আয় ৪ হাজার ১২৫ ডলারের চেয়ে বেশি হলে তখন অবস্থান হবে উচ্চ মধ্যম আয়ের শ্রেণিতে।

বর্তমানে বিশ্বে মধ্যম আয়ের দেশের সংখ্যা ৫১টি। (সূত্র: অনলাইন)

Related Articles

Close