বিনোদন
আজ দেখানো হবে ‘মায়া, দ্য লস্ট মাদার’, আগামী কাল দেখানো হবে ‘ন ডরাই’
১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৮তম আসরের। শুরুর দিন থেকেই বিশ্বের বিভিন্ন দেশের ছবির সঙ্গে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে প্রতি সন্ধ্যায় দেখানো হচ্ছে বাংলাদেশের ছবি।
এই প্রদর্শনীর তালিকায় রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত ‘মায়া, দ্য লস্ট মাদার’ এবং সার্ফিং নিয়ে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ন ডরাই’ চলচ্চিত্র দুটি।
‘মায়া, দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রটি দেখানো হবে আজ (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় আর ‘ন ডরাই’ চলচ্চিত্রটি দেখানো হবে আগামী কাল ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর শাহবাগস্থ পাব্লিক লাইব্রেরি অডিটোরিয়ামে।
মায়া, দ্য লস্ট মাদার চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কবি ও নির্মাতা মাসুদ পথিক। ছবিটিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী প্রমুখ। ন ডরাই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। চলচ্চিত্রটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ‘আইসক্রীম’ খ্যাত চিত্রনায়ক শরিফুল রাজ এবং সুনেরা বিনতে কামাল।