বিনোদন
আবারও আসছে সোহাগের “লাল শাড়ি পরিয়া কন্যা”
১৫ বছর আগে অ্যালবামটি বিক্রি হয় ৩০ লাখের মতো, যা পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দেয়।
মোঃ মানিক খান: আবারও আসছে সোহাগের লাল শাড়ি পরিয়া কন্যা। ১৫ বছর আগে অ্যালবামটি বিক্রি হয় ৩০ লাখের মতো, যা পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দেয়।বিশেষ করে তার গাওয়া ‘লাল শাড়ি পরিয়া কন্যা’ গানটি লুফে নিয়েছিলো শ্রোতারা। রেজাউল হোসেন দিপুর লেখা গানটির সুরকার ও কণ্ঠশিল্পী সোহাগ”। ২০০৫ সালে বিচ্ছেদী ঘরানার এই গানটি প্রকাশ পেয়েছিল কেটি সিরিজের ব্যানারে ভাটিয়াল ব্যান্ডে সোহাগের একক ‘রক্ত আলতা পায়’ অ্যালবামে ।
সোহাগ জানান, তখন অ্যালবামটি (ফিতা ও সিডি ক্যাসেট) বিক্রি হয়েছে ৩০ লাখের মতো। যা পুরো অডিও ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র উদ্যোগে ১৫ বছর পরআবারও প্রকাশ হতে যাচ্ছে সেই গান। এবার আর অডিও নয়, সঙ্গে রয়েছে হৃদয়ছোঁয়া ভিডিও। পুরো গানটি নতুন করে রেকর্ড করা হয়েছে আধুনিক সংগীতায়োজনে। গানটির মূল কথা-সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজন করেছেন আলভী। আর গানের কথার সূত্র ধরে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন তারেক ও আরিয়ানা। সঙ্গে শিল্পী হিসেবে উপস্থিতি রয়েছে কণ্ঠশিল্পী সোহাগ।
সোহাগ বলেন, ‘এটা আমার জন্য খুবই আনন্দের খবর। এই গানটি গেয়ে ১৫ বছর আগে আমি অনেক সারা পাই। আজও মঞ্চে উঠলে সবচেয়ে বেশি অনুরোধ পাই এই গানটির। সেই গানটি নতুন করে আবারও প্রকাশ পাচ্ছে । বেশ বড় বাজেটের ভিডিও হয়েছে । আমি এর জন্য সিএমভির কাছে কৃতজ্ঞ । আমার বিশ্বাস গানটি এবার প্রকাশ পেলে আরও বেশি হিট হবে। ও কন্যা, কন্যা মন দিলানা, সোহাগি কন্যা, প্রেম জুয়ারি, জল নিয়া যাও কোমল কাখে, যায়রে যায় কন্যা যায় ছাড়াও ৫০ টি হিট এ্যালবাম রয়েছে সোহাগের। সোহাগের প্রথম এ্যালবাম এর নাম ফাটা ফাটি প্রেম, ২০০০ সালে এটি রিলিজ করেন কেটি সিরিজ, এই এ্যালবামে কন্ঠ দিয়েছিলেন সোহাগ,বিপ্লব এবং পান্থ কানাই।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি মাসের শেষ দিকে গানের ভিডিওটি প্রকাশ পাবে সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের বিভিন্ন মুঠোফোন প্রতিষ্ঠানের অ্যাপ ও অনলাইন স্ট্রিমিং সাইটগুলোতে। প্রসঙ্গত, শূন্য দশকে (২০০০-২০০৪ সাল) সোহাগ আরও আলোচনায় আসেন বিপ্লব,পথিক নবি,পান্থ কানাই,মাস্টার সোহেল এবং হাসানের সাথে মিক্স এ্যালবাম করে । এ পর্যন্ত সোহাগের এ্যালবামের সংখ্যা ৫০ টি ৷ তিনি তার নিজের ইউটিউব চ্যানেল “সোহাগ মিউজিক প্লাস” এ নিয়মিত অডিও – ভিডিও গান রিলিজ করে থাকেন”