খেলাধূলাসর্বশেষ নিউজ
সাতটি নয়- ছয় দল নিয়েই এবারের বিপিএল
জেড.আই জহিরঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসরে সাতটি নয় ছয়টি দল নিয়েই হতে যাচ্ছে এবারের টি-টুয়েন্টি টুর্নামেন্ট। প্রস্তাব থাকলেও বিপিএলের তৃতীয় আসরে খুলনার নামে দল কিনতে চাইলেও, এবারের আসরে ছয় দলের বেশি নিয়ে টুর্নামেন্ট হচ্ছেনা বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘনিষ্ট সূত্র।
শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন, বিপিএলের তৃতীয় আসরে খুলনার নামে দল কিনতে আগ্রহী প্রকাশ করেছে একটি প্রতিষ্ঠান। তারা সম্পূর্ণরুপে প্রস্তুত রয়েছে, শুধুমাত্র বিসিবি সবুজ সংকেত পেলেই তারা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে। তবে বিপিএলের দায়িত্বশীল গভর্নিং কমিটির একটি সূত্র নিশ্চিত করলো, আলোচনা হলেও তৃতীয় আসরে ছয় দলের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “এবারের আসরে সাত দলের সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে খুলনার নাম নিয়ে দল নেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান বিসিবির সব শর্ত বললেই পূরণ করতে ইচ্ছুক। কিন্তু প্রেসিডেন্ট মহোদয় নিজেই বলেছেন, আমরা প্রয়োজনে পরের আসরে ছয় দলের জায়গায় আটটি দল নিয়ে আয়োজন করব, তারপরের আসরে দশটি দলও যেতে পারে। তবে এবার আসরটি ছয়টি দল নিয়েই শেষ করতে চাই আমরা।”
এদিকে বাকি দলগুলো অপেক্ষার প্রহর গুনছে, বিসিবির ফ্র্যাঞ্চাইজি বন্টনের আনুষ্ঠানিক ঘোষণার। ২৫শে নভেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল টি-টুর্নামেন্ট। তাই ফ্র্যাঞ্চাইজিগুলো খুব দ্রুতই দল গোছানো থেকে শুরু করে বিভিন্ন আনুষাঙ্গিক কাজ শেরে ফেলতে চায় তারা। তাদের বক্তব্য হচ্ছে, বিসিবি যত দ্রুত ফ্র্যাঞ্চাইজি ঘোষণা দিবে, তত দ্রুতগতিতে আমরা কাঙ্খিত দলটা নিয়ে কাজে নেমে পড়তে পারবো।