ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
রং পাল্টাচ্ছে বিসিবি নিউজিল্যান্ড সফরে নাসির-নাফিস-মেহেদী
নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ আসন্ন নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে বিপিএলের আগেই ২২ সদস্যের টাইগার স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার পরণায় টাইগার সমর্থদের রোষানলে পড়ে বিসিবি।
টাইগার ভক্তদের দাবী একটাই বিপিএল শেষ হওয়ার আগেই কেন দল ঘোষণা করা হলো। তবে এবার রং পাল্টা্চ্ছে বিসিবি তাই নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন অলরাউন্ডার নাসির হোসেন, ওপেনার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস আহমেদ ও মেহেদী মারুফ। ঘোষিত ২২ সদস্যের স্কোয়াডের সাথে দুই-একজন অতিরিক্ত খেলোয়াড় দলের সঙ্গে যেতে পারেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বৃহস্পতিবার জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘চলমান বিপিএলের সবচেয়ে বড় অর্জন হচ্ছে স্থানীয় ক্রিকেটাররা খুব ভালো করছে। আমাদের তামিম, মুশফিক খুব ভালো খেলছে। সাব্বির আমাদের অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েছে। নাসিরও খুব ভালো করছে। পুরোনোদের মধ্যে শাহরিয়ার নাফিস ও মেহেদি মারুফ ভালো করছে।’
বিসিবি প্রধান আরো বলেন, ‘পুরোনোদের কথা চিন্তা করে ইতিমধ্যে আমি আমার বার্তা বিসিবিকে দিয়ে দিয়েছি। কোচের সঙ্গে কথা হয়েছে, সিলেক্টরদের সঙ্গে কথা হয়েছে, অপারেশন্স হেড আকরাম খানের সঙ্গে কথা হয়েছে।’
দলের সঙ্গে আরো দু-একজন পাঠাবে বিসিবি এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আসলে আমরা অতিরিক্ত খেলোয়াড় দরকার হলে পাঠাব (নিউজিল্যান্ড সফরে)। এখানে যারা পারফর্ম করছে এদেরকে কীভাবে দলে জায়গা করে দেয়া যায়। হয় পরিবর্তন হবে অথবা অতিরিক্ত খেলোয়াড় যাবে এটা আমার ধারণা এখন পর্যন্ত। যেহেতু ওরা কখনো আমায় কনফার্ম করেনি, তবে আমার ধারণা দুই একজন যাবে।’