বিনোদন
বাঁচতে চায় তোফাজ্জল
মোঃ মানিক খান খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রশিকনগর গ্রামের দিনমজুর মোঃকোরবান আলীর ছেলে
তোফাজ্জল। প্রায় দুই মাস আগেও আর দশটা সাধারন কিশোরের মতো সুস্থ ছিল সে, স্বপ্নও দেখত লেখাপড়া করে অনেক বড় হয়ে চাকরি করে অভাবের সংসারের হাল ধরে দরিদ্র বাবা মায়ের মুখে হাসি ফোটাবার।
তোফাজ্জল হোসেন দীঘিনালা অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। মাস দুয়েক আগে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে দীঘিনালা ও খাগড়াছড়ির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে কোন সমাধান না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তোফাজ্জলকে। সেখানে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা শেষে ধরা পড়ে তোফাজ্জলের ব্রেইনে টিউমার। দিনমজুর বাবার সহায় সম্বল বিক্রি ও স্থানীয় বিত্তবান ব্যক্তিদের সহযোগীতায় প্রথম পর্যায়ে টিউমার অপারেশন হয় ঢাকায়। আর্থিক অভাবে ঢাকায় রেখে অপারেশন পরবর্তী চিকিৎসা দেয়া সম্ভব না হওয়ায় তাকে খাগড়াছড়ির দীঘিনালায় নিয়ে আসে পরিবার।
কিন্তু চিকিৎসার অভাবে অপারেশনের পর আবারও ইনফেকশন হয়ে পচন সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ আবারও ঢাকা নিয়ে অপারেশন করতে হবে। যার জন্য প্রয়োজন অনেক টাকার। যা দিনমজুর কোরবান আলীর একার পক্ষে বহন করা অসম্ভব। দিনমজুরী করে সংসারের অন্য দুই ছেলে মেয়ের ভরনপোষণ করে অসুস্থ তোফাজ্জলের চিকিৎসা ও ঔষধের খরচ বহন করতে পারছে না পরিবার। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের প্রার্থনা তোফাজ্জলের পরিবার। আসুন আমরা সবাই মানবতার সেবায় এগিয়ে আসি, আপনাদের একটু সহযোগিতায় বেচে যেতে পারে একটি প্রাণ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দীঘিনালা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা তোফাজ্জলের জীবন বাচাতে সবার সহযোগিতা প্রার্থনা করছেন। তোফাজ্জলের চিকিৎসার খরচ পাঠাতে যোগাযোগ – কোরবান আলী (তোফাজ্জলের বাবা- ০১৮৯০৭১৩৪৩৬) বিকাশ নাম্বার ( সুজল চৌধুরী, যুব প্রধান, যুব রেড ক্রিসেন্ট, দীঘিনালা উপজেলা ইউনিট, খাগড়াছড়ি ব্রাঞ্চ- ০১৫৫৮৯১৮০৮৬)