ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

আমি অনেক গর্বিতঃ তামিম ইকবাল

15350653_1868998806666081_8097825582408268032_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে জানান দিয়েছিল এবার শিরোপার দৌড়ে থাকবে তামিমের চিটাগং ভাইকিংস। কিন্তু প্রথম জয়ের পর টানা চার ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল চিটাগং ভাইকিংস। আবার সেখান থেকে টানা পাঁচ জয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তামিম ইকবালের দল। জায়গা করে নেয় সেরা চারে।

মঙ্গলবার বিপিএলের এলিমিনেটর ম্যাচে রাজশাহী কিংসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তাই দল নিয়ে গর্বিত অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশ সেরা ব্যাটসশ্যান তামিম ইকবাল বলেন, ‘এখন আসলে টুর্নামেন্ট শেষ। বলার অনেক কিছুই আছে। তবে এই সময়ে কাউকে কোনো দোষ দিয়ে তো লাভ নেই। আমি কালকেও কথাটা বলেছিলাম যে, যেভাবে আমরা কামব্যাক করেছি, খেলোয়াড়দের নিয়ে আমি অনেক গর্বিত। আমরা ব্যাটিংয়ে ২০ রান কম করেছি, বোলিংয়েও কিছু ভুল হয়েছে। দিন শেষে এটাই বলব যে, খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। আমরা ভালো ক্রিকেট খেলেছি।’

ম্যাচে আলাদা কোনো টার্নিং পয়েন্ট দেখেছেন না তামিম, ‘টার্নিং পয়েন্ট এখানে অনেকগুলোই থাকতে পারে। কাউকে ব্যক্তিগতভাবে পয়েন্ট আউট করে দেওয়া আমি মনে করি না ঠিক। গ্রুপ হিসেবে আমরা হয়তো ব্যাটিং আর একটু ভালো করতে পারতাম। বোলিংয়েও ভালো করতে পারতাম।’

Tags

Related Articles

Close