বিনোদন

সাড়া ফেলেছে লুৎফর হাসানের গান

lu

রাফিউজ্জামান রাফিঃ গান বলতেই আমরা সাধারণত বুঝি কথা, সুর ও বাদ্যযন্ত্র তথা মিউজিকের সংমিশ্রণ। এর বাইরে বিশেষ করে মিউজিক ছাড়া গানতো কেউ কল্পনাই করতে পারেন না । আর এই ধারা চলে আসছে আদিকাল থেকেই। কিন্তু তারপরও এই ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে খালি গলায় গান করেছেন কেউ কেউ। এদের মধ্যে ওপার বাংলার প্রতুল মুখপধ্যায়, মৌসুমি ভৌমিকের নাম উল্লেখযোগ্য। তারা সফলও হয়েছেন। খালি গলায় শুধু কথায় সুর মাখিয়ে তারা গান গেয়ে বাংলা ভাষাভাষীর মন এতটাই জয় করে নিয়েছেন যে তাদের সেই গানগুলো এখন মানুষের মুখে মুখে ফেরে।

উদাহরণস্বরুপ প্রতুল মুখপধ্যায়ের আমি বাংলায় গান গাই, আলু বেচো পটল বেচো, কিংবা মৌসুমি ভৌমিকের আমি শুনেছি সেদিন তুমি গানগুলোর কথা বলা যায়। খালি গলায় গান গেয়ে বিখ্যাত এই শিল্পীদের দেখে অনুপ্রাণিত হয়ে এবার খালি গলায় গান শুরু করেছেন ‘ঘুড়ি’ খ্যাত এপার বাংলার গায়ক, গীতিকার ও সুরকার লুৎফর হাসান। প্রতুল, মৌসুমিদের সেই ধারার ধারাবাহিকতায় লুৎফর হাসান ইতিমধ্যে খালি গলায় গাওয়া দুটো গান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে লুৎফর হাসানের গান শিরোনামে প্রকাশ করেছেন। লুৎফর হাসানের ফেইসবুক আইডিতে তার গান দুটি নিয়ে শ্রোতাদের কমেন্ট থেকে বোঝা যায় এই ধারার শুরুতেই বেশ সাড়া পাচ্ছেন তিনি।

Tags

Related Articles

Close