বাংলাদেশসর্বশেষ নিউজ

ফেসবুকে বিজয় দিবস : ‘আসুন রাঙি বিজয়ের রঙে’

fb victory dayপ্রযুক্তি প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: চলছে বিজয়ের মাস। নানা আয়োজনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান বিজয় দিবসকে উদযাপনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিজয় দিবস উদযাপন কার্যক্রম।

এ কার্যক্রমের মধ্যে- জাতীয় পতাকা দিয়ে ফেসবুকের প্রোফাইল পিকচার করার জন্য ‘আসুন রাঙি বিজয়ের রঙে’ শিরোনামে খোলা হয়েছে একটি অ্যাপ্লিকেশন।  https://bijoy71.net/ এই সাইটে গিয়ে ‘প্রোফাইল ছবি পরিবর্তন করুন’ বাটনে ক্লিক করে জাতীয় পতাকাসহ প্রোফাইল ছবি পরিবর্তন করা যাবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআপি লাউঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অায়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে। এটা যে কেউ ব্যবহার করতে পারবে।

এই ইভেন্ট পরিচালনা করবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় স্থানীয় অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান ইজি টেকনোলজি লিমিটেড।

 

 

Tags

Related Articles

Close