ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

চলতি বছরই বাদ যাচ্ছে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী

hsc examনিউজরুমবিডি.কম: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সাথে এ বছর থেকেই অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে একথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত হয়েই বলছি, এ বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা থাকবে না। একেবারেই অষ্টম শ্রেণি শেষে হবে এ পরীক্ষা। পরীক্ষার নাম প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) হবে কি না, তা ঠিক করবে মন্ত্রিসভা।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা যা বলি বা করি, তা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই করি।’

প্রসঙ্গত, গত ১৮ মে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় সরকার।

Related Articles

Close