ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

১৪৯ রানে শেষ বাংলাদেশ

উইন্ডিজ সফরে এখন পর্যন্ত ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি সফরকারী বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে ৪৩ ও ১৪৪ রানের পর গতকাল জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে গেছে সাকিব বাহিনী। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২২৪ রানে পিছিয়ে সফরকারী দল।
 
কিংস্টনের সাবিনা পার্কে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে প্রথম ইনিংসে ৩৫৪ রান সংগ্রহ করে স্বাগতিক উইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান বোলিং তোপে ৪৬.১ ওভারে ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ২০৫ রানের লিড পায় জেসন হোল্ডারের দল।
 
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে ১০৫ বলে ৬টি চারে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। এছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ৩২, মুশফিকুর রহিম ২৪, তাইজুল ইসলাম ১৮, লিটন দাস ১২ ও মেহেদী হাসান মিরাজ ৩ রান করেন। বাকিদের মধ্যে কেউ রানের খাতা খুলতে পারেনি।
 
তবে বল হাতে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। স্বাগতিকদের রান পাহাড়ে চড়ার আগে ৩৫৪ রানে গুটিয়ে দেয় সফরকারীরা। দলের পক্ষে ৯৩ রান খরচায় ৫টি উইকেট নিজের ঝুলিতে পুরেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া আবু জায়েদ চৌধুরী রাহি ৩টি ও তাইজুল ইসলাম ২টি উইকেট লাভ করেন।
Tags

Related Articles

Close