ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

আশরাফুলকে ছাপিয়ে মুশফিক!

আজ বৃহস্পতিবার কিংস্টন ওভালে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট মাচে মাঠে নামলেই টাইগারদের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার যোগ্যতা অর্জন করবেন মুশফিকুর রহিম।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ৬১টি টেস্ট ম্যাচ খেলা টাইগার প্রথম তারকা ক্রিকেটার ‘আশারফুল’ মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মোহাম্মদ আশরাফুল ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সর্বমোট ৬১টি টেস্ট ম্যাচ খেলেন। যারমধ্যে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরিতে করেছেন ২ হাজার ৭৩৭ রান। টেস্টে ১৯০ রান ক্যারিয়ার সেরা ইনিংস।

গেল ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে মুশফিকুর রহিম ছুঁয়ে ফেলেন মোহাম্মদ আশরাফুলের ৬১টি টেস্ট খেলার কীর্তি।

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মুশফিকের। টাইগার ‘রান মেশিন’ ৬১ টেস্টের ১১৪ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৬৪৪ রান করেছেন। তার ক্যারিয়ার সেরা ইনিংস ২০০।

Tags

Related Articles

Close