বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
টাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: “স্বাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা”- এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলে মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে টাঙ্গাইল পৌরউদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাসানী হল মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে ভাসানী হলে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) লাল হোসেন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম চন্দ্র পাল, টাঙ্গাইল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক এ.কেেএম বজলুর রশিদ তালুকদার প্রমুখ। আলোচনাসভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।