আন্তর্জাতিকরাজনীতিসর্বশেষ নিউজ

রাস্তায় দাঁড়িয়ে পস্রাব করলেন স্বাস্থ্যমন্ত্রী!

minister-kalicharan-sarafঅনলাইন ডেস্ক, নিউজরুমবিডি.কম: রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী কালিচরণ সরফ পিঙ্ক সিটি নামে খ্যাত জয়পুরের একটি সড়কে গাড়ি দাঁড় করিয়ে দেয়ালের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এমন একটি ছবি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্বচ্ছ ভারত অভিযানের টপ চার্টে স্থান পেতে জয়পুর সিটি কর্পোরেশন যখন কঠিন পরিশ্রম করে যাচ্ছে, তখনই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এ কাজটি করলেন।

আইন অনুযায়ী রাস্তায় প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানার দণ্ড হওয়ার কথা। কিন্তু ঘটনার বিষয়ে মন্ত্রীর মন্তব্যের জন্য গণমাধ্যম কর্মীরা তার দপ্তরে হাজির হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি; জানিয়েছেন ঘটনাটি ‘বড় কোনো ইস্যু না হওয়ায়’ এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না।

ঘটনার বিষয়ে এক প্রতিক্রিয়ায় রাজস্থান কংগ্রেসের সহসভাপতি অর্চনা শর্মা বার্তা সংস্থা আইএএনএসকে বলেছেন, স্বচ্ছ ভারতের জন্য কত অর্থ খরচ করা হচ্ছে, তখন এই ধরনের নেতারা ‘লজ্জাজনক’ কাজ করে ভুল বার্তা দিচ্ছেন।

নিজ নির্বাচনী এলাকায় মন্ত্রীর এ ধরনের কাজ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

সূত্র: ইন্টারনেট

Related Articles

Close