জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশু সন্তানসহ মা গ্রেফতার

Tangail Rohingaমুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশু সন্তানসহ এক মাকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় তিন রোহিঙ্গা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল আয়সা নামের এক মহিলাসহ দুই শিশুকে আটক করে। বর্তমানে তারা থানায় অবস্থান করছে।

বুধবার দুপুরে আটককৃতদের কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

তবে আটককৃত রোহিঙ্গা নারী আয়সা জানান, গত তিন মাস আগে মিয়ানমার সেনাবাহিনী তার স্বামীকে গুলি করে হত্যা করে। এ আতঙ্কে তারা মিয়ানমার ত্যাগ করে এ দেশে ঢুকে চট্টগ্রামে অবস্থান করতে থাকেন। গত ১২ সেপ্টেম্বর ভান্ডার শরীফের কতিপয় ব্যক্তির সহযোগিতায় চট্টগ্রাম থেকে ট্রেনযোগে টাঙ্গাইল আসেন তারা। গত সাতদিন যাবৎ তারা এই রাবনা বাইপাস এলাকায় অবস্থান করছেন।

Related Articles

Close