ক্যাম্পাসজাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ফিজার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নিউজরুমবিডি ডটকম: “বঙ্গবন্ধুর ইতিহাস- বাংলাদেশেরর ইতিহাস, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। নেতা অনেকেই ছিলেন, কিন্তু কেউ যা করে দেখাতে পারেন নি তিনি তাই করতে পেরেছিলেন, বঙ্গবন্ধু মানে শুধুই জাতির পিতা নন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ” বলছিলেন প্রাথমিক ও গনশিক্ষা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টায় “১৫ আগস্ট জাতীয় শোক দিবস” উপলক্ষে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বর্তমান বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সমালোচনা করে ছাত্রলীগ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং পরামর্শ দেন।
তিনি বলেন, “শেখ হাসিনা চোখ বন্ধ করলে দেখেন বাংলাদেশ, আর খালেদা জিয়া চোখ বন্ধ করলে দেখেন তারেক জিয়া”
ছাত্রলীগ নেতাদের তিনি বলেন “তোমরা বলো তোমরা শেখ হাসিনার ভ্যানগার্ড, নিজেদের সেই ভাবেই প্রস্তুত রাখো, যেনো কেউ কোন প্রকার ষড়যন্ত্র করার সাহস না পায়”
হল ছাত্রলীগের সভাপতি মো. সোহানুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসিফ তালুকদার এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. মোল্লা মো. আবু কাওছার, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হলের মাননীয় প্রভোস্ট ড. মো. দেলোয়ার হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
এছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য হল নেতৃবৃন্দ সহ, জহুরুল হক হলের সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও হল ছাত্রলীগের সকল নেতাকর্মী আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শুরুতে ১৫ আগস্ট শহীদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন এবং শেষে বঙ্গবন্ধুর স্মরণে হল ছাত্রলীগের একটি দেয়ালিকা উন্মোচন করেন অতিথিরা।