বাংলাদেশসর্বশেষ নিউজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক বিরোধী কার্যক্রমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হলো দুরন্ত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হলো দুরন্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিগত বছরের মাদক বিরোধী কার্যক্রমের মূল্যায়নে মাদক বিরোধী সংগঠন হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে নির্বাচিত হয়েছে দুরন্ত।

২৬ জুলাই বুধবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৭ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জাম খাঁন এর নিকট হতে শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার ক্রেষ্ট ও সনদপত্র গ্রহন করেন দুরন্ত’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক মিরাজ জামান রাজ।

প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জান খাঁন তার বক্তব্যে বেসরকারি সংগঠনসমূহের মাদকবিরোধী কার্যক্রমের বিভিন্ন চিত্র তুলে ধরেন ও সংগঠনসমূহের ভূয়সী প্রশংসা করেন।

এ বছর মাদকবিরোধী নিরোধ শিক্ষা কার্যক্রমের জন্য জাতীয় পর্যায়ে চারটি বেসরকারি সংগঠন কে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে।

Tags

Related Articles

Close