বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইল ভাসানী হলে দুই দিনব্যাপী নজরুল উৎসব শুরু
মুক্তার হাসান, নিউজরুমবিডি.কম: মানবতার মূর্তপ্রতীক, শোষিত- নিপীড়িত মানুষের মুক্তির রুপকার ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা চেতনাকে গণমানুষের মধ্যে বিকশিত করার লক্ষ্যে টাঙ্গাইলে দুই দিনব্যাপী নজরুল উৎসব শুরু হয়েছে। নজরুল ইনিস্টিটিউটের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করেছে নজরুল চর্চাকেন্দ্র বাঁশরী।
স্থানীয় ভাসানী হল মিলনায়তনে শনিবার ও রোববার এই দুই দিনব্যাপী নজরুল উৎসব উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা বর্ণাঢ্য র্যালী নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উৎসব প্রাঙ্গণে এসে সমবেত হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ।
নজরুল উৎসব কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক নার্গিস আক্তার, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, সদর সার্কেল সহকারী পুলিশ সুপার হাফিজ আল আসাদ ও জেলা সহকারী শিক্ষা পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রমুখ। উৎসবে স্বাগত বক্তব্য রাখেন নজরুল উৎসবের সাধারণ সম্পাদক এডভোকেট আলরুহী। ধন্যবাদ জ্ঞাপন করেন বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।
উদ্বোধন পর্ব শেষে মনোজ্ঞ নজরুল সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঙ্গীতানুষ্ঠানে মধুপুরের নজরুল একাডেমি, টাঙ্গাইলের ছায়াবীথি ও শিল্পকলা একাডেমি অংশ গ্রহণ করে সঙ্গীত পরিবেশন করেন।