বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলের বাসাইলে রাস্তায় ধান রোপন করে প্রতিবাদ

tangail mapমুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ডুমনিবাড়িতে রাস্তার মধ্যে ধানের চারা রোপন করে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। বাসাইল উপজেলা সদর থেকে যাতায়াতের একমাত্র পথ এটি।

এ সড়ক দিয়ে ডুমনিবাড়ি ছাড়াও দাড়িয়াপুর, মইল্যানপুর ও কল্যাণপুরসহ বেশ কিছু গ্রামের মানুষ যাতায়াত করে। স্বাধীনতার পর থেকে জনপ্রতিনিধিরা এ সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের পর এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

চলতি মৌসুমে টানা বৃষ্টির কারণে রাস্তায় হাঁটু পরিমাণ কাদা জমে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলা সদরের সাথে। আর এ কারণেই এলাকাবাসী রাস্তার মধ্যে ধানের চারা রোপন করে স্থানীয় সাংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

Tags

Related Articles

Close