ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
আমরা বড় বড় দলকে টেস্টে হারানোর যোগ্যতা রাখি : মিরাজ
জেড.আই জহির : সাম্প্রতিক সময়ে ওয়ানডের পর টেস্টেও দুর্দান্ত কিছু জয় তুলে দারুণ উজ্জীবিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বর্তমান পার্ফম্যান্সে দারুণ আত্মবিশ্বাসীও টাইগাররা। সেই আত্মবিশ্বাস থেকেই টেস্ট দিয়ে আত্মপ্রকাশিত দলের সেনসেশনাল তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের দাবি, বড় বড় দলকে টেস্টে হারানোর যোগ্যতা রাখে বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কন্ডিশন ক্যাম্প শেষে সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। আর সেখানে মিরাজ বলেন, ‘আমরা শুধু ওয়ানডেতে না আমরা টেস্টেও ভালো খেলছি। শুধু ভালো ক্রিকেট খেলছি না, জিতেছিও। ইংল্যান্ডকে হারিয়েছি, শ্রীলঙ্কার মাটিতেও একশতম টেস্টে জিতেছি। আমার কাছে মনে হয় না বিশ্বের কোনো দলের সঙ্গে ভালো মতো লড়াই করতে পারব না। আমরা বিশ্বাস, আমরা বড় বড় দলকে টেস্টে হারানোর যোগ্যতা রাখি। যেটা আমরা প্রমাণও করেছি।’
ঘরের মাঠে সবশেষ ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশের মূল নায়ক ছিলেন মিরাজ। একাই ১৯টি উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও তেমন কিছুর প্রত্যাশা করছেন এ নবীন স্পিনারের।
জানালেন, ‘যেই উইকেটেই খেলি না কেন লক্ষ্য থাকবে ভালো করার জন্য। উইকেট তো আমাদের হাতে না। আমরা যদি ওরকম উইকেট পাই ইনশা আল্লাহ আমাদের স্পিনারদের জন্য ভালো হবে যেহেতু দেশের মাটিতে খেলা।’