বাংলাদেশ
ঝিনাইদহে ইনোভেটিভ কর্মসূচি ‘‘শিখি করি খাই’’ এর আওতায় শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে কৃষি প্রশিক্ষন ইনিস্টিটিউট এর অডিটরিয়মে শনিবার ইনোভেটিভ কর্মসূচি ‘‘শিখি করি খাই’’ এর আওতায় শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ১০৪ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫০০ টাকা করে শিক্ষা সহায়তা হিসাবে আথির্ক সাহায্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ কৃষিবিদ মোঃ মোবারক আলী, পরিচালক প্রশিক্ষন উইং, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এস.এম হাছেন আলী, অধ্যক্ষ, এ.টি.আই, ঈশ্বরদী, পাবনা। আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ আব্দুল কাদের, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ.টি.আই, ঝিনাইদহ। এছারাও উপস্থিত ছিলেন সকল কৃষিবিদ, শিক্ষার্থীসহ সকল শ্রেণীর কর্মচারী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ‘‘শিখি করি খাই’’ এর অর্থই হল হাতে কলমে শিক্ষার মধ্য দিয়েই সকল শিক্ষার্থীই বোঝা এবং জানার মধ্য দিয়েই নিজেদের ভবিশ্যত ও একজন কৃষিবিদ হিসাবে গড়ে উঠবে এবং এদের সাফল্যেই কৃষি সমাজে নতুন নতুন উদ্ভাবন ঘটবে। ঝিনাইদহের এই ‘‘শিখি করি খাই’’ এর মডেল হিসাবে বাংলাদেশে ১৫টি এ.টি.আই আওতায় নিয়েছে। যাহার প্রথম প্রসংশার দ্বাবীদার ঝিনাইদহের কৃষি ইনিস্টিটিউট। এইবার প্রথম, সকল শিক্ষার্থীর হাতে কলমে কাজ করায় কৃষি ইনিস্টিটিউটের মাঠের কিটনাশক মুক্ত শাক-স্ববজী, ফল-মূল বিক্রি করে অর্থের কিছু অংশ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করতে পারাই শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও কাজের অনু-প্রেরনা যোগাবে।
তিনি আরো বলেন ১৬টি এটিআই এর আমি অভিভাবক এর মধ্যে ঝিনাইদহের কৃষি প্রশিক্ষন ইনিস্টিটিউট হাতে কলমে কাজ করে নজির স্থাপন করেছে এর সকল কৃষিবিদ ও শিক্ষার্থীসহ সর্ব শ্রেণীর কর্মকত্রা কর্মচারী বৃন্দ অভিন্দন জানান। অনুষ্ঠান শেষে তিনি সবাইকে নিয়ে মাঠ পরিদর্শন করেন ।