ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
নক আউট পর্বে সেরাটা আদায়ের জন্য এমন একাদশঃ সুজন
নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত ছিল ঢাকা ডায়নামাইটসের। তাইতো খুলনা টাইটানসের বিপক্ষে দলের মূল শক্তিদের রাখা হয়েছিল বিশ্রামে। যার ফলে খুলনার কাছে ৬ উইকেটে হারে শিরোপা প্রত্যাশি দল ঢাকা ডায়নামাইটস।
নকআউট পর্বে বিদেশি ক্রিকেটারের কাছ থেকে সেরাটা আদায় করতেই তাদের বিশ্রামে রাখা হয়েছিল বলে জানালেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘প্রতিপক্ষকে হালকাভাবে নিয়েছি কথাটা ঠিক না। আমাদের দলে কিছু পরিবর্তন এসেছে। বিশেষে করে রাসেল প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছিল। তাকে আমরা খুব মিস করেছি। আমরা যেহেতু কোয়ালিফায়ারে উঠে গেছি, এজন্য রাসেল, ব্রাভোকে আমরা বিশ্রাম দিয়েছি। এ দু’জন আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। আজকে যদি ওদের কেউ ইনজুরড হতো, আমাদের জন্য নকআউট স্টেজ কঠিন হয়ে যেত। এজন্যই তাদের ব্রেক দেওয়া হয়েছে।’