ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
‘আফসোসের কিছু নেই, উপভোগ করব’
নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ একটি নয় টানা তিনটি বিপিএলেই ট্রফি হাতে হাস্যোজ্জ্বল ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে শিরোপার স্বাদ পাওয়া একমাত্র অধিনায়ক মাশরাফিই। কিন্তু এবার শিরোপার ধারে কাছেও নেই মাশরাফি। তবুও শান্তি খুঁজে নিচ্ছেন মাশরাফি।
রবিবার শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন নতুন স্বাদের অনুভূতি। বললেন, “এবার দেখে শান্তি পাবো! শেষ তিনবার চ্যাম্পিয়ন হযেছি। অবশ্যই ভালো লেগেছে। এবার আমাদেরই সতীর্থ কেউ হবে। আফসোসের কিছু নেই্। এ ধরনের টুর্নামেন্টে এমনই হয়। অবশ্যই উপভোগ করবো। বিশেষ করে তিনটি সেমি-ফাইনাল (প্লে অফ) হবে, একটা ফাইনাল। উপভোগ করবো।”
টাইগার সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিপিএলে প্রথম দুবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স, গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন। তবে এবার আসরের শেষ চার ম্যাচ জিতলেও তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিটকে গেছে প্রথম পর্ব থেকেই।