ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

গুরু শিষ্যের লড়াইয়ে জিতেনি কেউ

14440791_1830266207206008_6425342908837050962_n-1নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ গুরু চান্ডিকা হাথুরুসিংহে এবং শিষ্য সাকিব আল হাসানের মধ্যকার ব্যাট বলের লড়াইয়ে জিতেনি কেউ। শেষ বলের ‘বিতর্ক’ নিয়েই শেষ হয়েছে কোচ-শীষ্যের লড়াই!

মঙ্গলবার রাতে ফ্লাড লাইটের আলোয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই অধম লড়াইয়ে মাঠে নামেন সাকিব আল হাসান ও কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

প্রাকটিস শেষনে হটাৎ করেই ওপেনার তামিম ইকবাল কোচকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, সাকিবে করা তিন ওভারে নিতে হবে ২৫ রান। আর ব্যাটিং শুরুর পরই বোঝা গেলো, অনেকদিন হল খেলা ছাড়লেও এখনও মরচে ধরেনি হাতুরুসিংহের ফর্মে।

প্রথম ১৭ বলেই ২১ রান নিজের করে নিলেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। শেষ বলে ‘জয়ের’ জন্য দরকার ছিল ৪ রান। সাকিবের বল ডাউন দ্য উইকেটে এসে খেললেন হাতুরুসিংহে। হাতুরুসিংহের দাবি সেই বলটা ছক্কা হয়েছে, সাকিবের দাবি ক্যাচ হয়েছে। ব্যস ঘটে গেল বিপত্তি!

ফলে গুরু শিষ্যের লড়াইটা থেকে গেল বিতর্কেই। আর নিছক দর্শকের ভুমিকায় উপস্থিত ছিলেন প্রাকটিস শেষণে থাকা বাকি ক্রিকেটাররা।

Tags

Related Articles

Close