বাংলাদেশসর্বশেষ নিউজ

ফুলবাড়ী পৌরসভার প্রায় ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা

fulbari budgetমোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের ৪৩ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করেছেন ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক।

শনিবার (০২জুলাই) বিকেল ৪টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে নতুন কোন করারোপ ছাড়াই এবং কর বৃদ্ধি না করেই এই বাজেট ঘোষণা করেন ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক। মোট বাজেটের রাজস্ব খাতে ৪ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৪২০ টাকা এবং উন্নয়ন খাতে ৩৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এডিপি বরাদ্ধ  ২কোটি টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল জোব্বার মাসুদ, পৌর কাউন্সিলর আব্দুল মোতাহার হোসেন, পৌরসভার সচিব মাহবুবর রহমান, সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, হিসাব শাখার প্রধান জিবুন নেসা, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় ফুলবাড়ী পৌরসভার পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Related Articles

Close