বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে জেএমবি সদস্যসহ আটক ৫৪
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলে জেএমবির তালিকাভুক্ত সদস্য হাবিবুর রহমান (৩৫)সহ ৫৪জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ আসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামী ও নাশকতা করতে পারে এমন সন্দেহভাজন ৫৪জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন জেএমবির তালিকাভুক্ত সদস্য রয়েছে। আটক জেএমবির তালিকাভুক্ত সদস্য হাবিবুর রহমান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় ২০০৫ সালের সিরিজ বোমা হামলার মামলা রয়েছে।
উলেখ্য, জেলা পুলিশ পরিচালিত অব্যাহত সাঁড়াশি অভিযানের প্রথম দিন শুক্রবার ৬৮, দ্বিতীয় দিন শনিবার ৬৫ তৃতীয় দিন রোববার ৫২, চতুর্থ দিন সোমবার ৭০, পঞ্চম দিন মঙ্গলবার ৪৫ জনকে আটক করা হয়।