খেলাধূলাসর্বশেষ নিউজ
ব্যাটিং ব্যর্থতায় বড় হার টাইগারদের
নিউজরুমবিডি.কম: প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫২ রানের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো স্বাগতিক বাংলাদেশকে।
শুরুতে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট দেয়।
এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, কুইনটন ডি কক, ফাফ ডু প্লেসি, জেপি ডুমিনিদের নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ১৪৮ রানের মধ্যেই বেঁধে রাখতে পেরেছিলেন বাংলাদেশের বোলাররা।
১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার তামিম ও সৌম্য হতাশ করেন। দলীয় ১৩ রানের মধ্যে তামিম (৫) ও সৌম্য (৭) আউট হন। তৃতীয় উইকেটে সাকিব ও মুশফিক ৩৬ বলে ৩৭ রানের জুটি গড়েন। দলীয় ৫০ রানে মুশফিকুর রহিম (১৭) আউট হওয়ার পর সাব্বির রহমান (৪) ও নাসির হোসেন (১) দ্রুত সাজঘরের পথ ধরেন। এক পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৫৭ রান। তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। সাকিব আল হাসান এক প্রান্ত আগলে খেললেও বেশি দূর এগোতে পারেননি। ৩০ বলে ১টি চার ও ১টি ছক্কায় ২৬ রান করে ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হন। শেষ দিকে অভিষিক্ত লিটন কুমার দাসের ২২ রানের ইনিংস পরাজয়ের ব্যবধান কমায়।
দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে রাবাদা, ওয়াইজি ও ডুমিনি ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন অ্যাবট, পার্নেল ও ফাঙ্গিসো।
এর আগে শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ১৪৮ রান । শুরুতেই দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হানেন আরাফাত সানী ও নাসির হোসেন। তারা ফিরিয়ে দেন সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও ডি কককে। এরপর জেপি ডুমিনি ও ডুপ্লেসিস মিলে জুটি গড়েন ৪৬ রানের । এই জুটি ভাঙেন আরাফাত সানী। এরপর সাকিব ফেরান ডেভিড মিলারকে। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ও রিলে রুশো ৫৮ রানের জুটি গড়েন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৮/৪ (ডি ভিলিয়ার্স ২, ডি কক ১২, ডু প্লেসি ৭৯*, ডুমিনি ১৮, মিলার ১, রুশো ৩১*; সানি ২/১৯, সাকিব ১/২৪, নাসির ১/৩৭)
বাংলাদেশ: ১৮.৫ ওভারে ৯৬ (তামিম ৫, সৌম্য ৭, সাকিব ২৬, মুশফিক ১৭, সাব্বির ৪, নাসির ১, লিটন ২২, মাশরাফি ৫, সোহাগ ৩, সানি ১*, মুস্তাফিজ ১; ডুমিনি ২/১১, ভিজে ২/১২, রাবাদা ২/২৮, অ্যাবট ১/১০, পার্নেল ১/১২,ফাঙ্গিসো ১/২১)