বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
সখীপুরে ইউপি নির্বাচন: উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার সখীপুর উপজেলার ৬টি ইউনিয়নে ৩০ জন চেয়ারম্যান প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে সংরক্ষিত নারী সদস্য পদে ৫১ জন ও সাধারণ সদস্য পদে ২৬৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৮ মে উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে ১৩ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১২ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াজান, বহেড়াতৈল, যাদবপুর, হাতিবান্ধা, কালিয়া ও বহুরিয়া ইউনিয়নের স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩০ জন প্রার্থী চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
অন্যদিকে সংরক্ষিত নারী সদস্য পদে ৫১ জন ও সাধারণ সদস্য পদে ২৬৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা যায়, ৬ ইউনিয়নের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬২টি, ভোট কক্ষ ৪৯০ টি। মোট ভোটার ১ লাখ ৫৮ হাজার ৩৪৯ জন। এদের মধ্যে নারী ভোটার ৮১ হাজার ৭৬৪ এবং পুরুষ ভোটার ৭৬ হাজার ৫৮৫ জন।
কাকড়াজান ইউনিয়নে চেয়ারম্যান পদে তারিকুল ইসলাম বিদ্যুৎ (আ.লীগ), সাজাহান সাজু (বিএনপি), দুলাল হোসেন (আ.লীগ বিদ্রোহী) ও আক্কাছ আহমেদ (কৃষক শ্রমিক জনতা লীগ)। ওই ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্র, ভোট কক্ষ- ১১৫ টি, মোট ভোটার ২৮ হাজার ৩৯১ জন। এদের মধ্যে নারী ভোটার ১৪ হাজার ৬৭৫ জন এবং পুরুষ ভোটার ১৩ হাজার ৭১৬ জন।
বহেড়াতৈল ইউনিয়নে সোহেল রানা সরকার (আ.লীগ), গোলাম ফেরদৌস (আ.লীগ বিদ্রোহী), হুমায়ুন কবির (বিএনপি), কামরুজ্জামান কামরুল (কৃষক শ্রমিক জনতা লীগ) ও কামাল হোসেন (স্বতন্ত্র)। ওই ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা-১১ টি, ভোট কক্ষ ৬০টি, মোট ভোটার সংখ্যা -১৯ হাজার ১৩৫ জন। এদের মধ্যে নারী ভোটার ১০ হাজার ১৬ জন এবং পুরুষ ভোটার ৯ হাজার ১১৯ জন।
যাদবপুর ইউনিয়নে একেএম আতিকুর রহমান আতোয়ার (আ.লীগ), একে ফজলুল করিম (বিএনপি), খন্দকার বজলুর রহমান বাবুল (স্বতন্ত্র), হাফিজুর রহমান চৌধুরী পলাশ (স্বতন্ত্র) ও আবদুস সালাম রানা (জাপা)। ওই ইউনিয়নে মোট ভোট কেন্দ্র-৯টি, ভোট কক্ষের সংখ্যা -৬৯টি, মোট ভোটার সংখ্যা-২২ হাজার ৮৫২ জন। এদের মধ্যে নারী ভোটার ১১ হাজার ৭৩৪ জন এবং পুরুষ ভোটার ১১ হাজার ১১৮ জন।
হাতিবান্ধা ইউনিয়নে- মো. গিয়াস উদ্দিন (আ.লীগ), আবদুস সামাদ খান (বিএনপি), আতোয়ার রহমান (কৃষক শ্রমিক জনতা লীগ) ও আব্দুল জলিল (জাপা)। ওই ইউনিয়নে মোট ভোট কেন্দ্র-১২টি, ভোট কক্ষ-৮৭টি, ভোটার সংখ্যা-২৭ হাজার ২০৯ জন। এদের মধ্যে নারী ভোটার-১৩ হাজার ৭৮৯ জন এবং পুরুষ ভোটার ১৩ হাজার ৪২০ জন।
কালিয়া ইউনিয়নে এসএম কামরুল হাসান (আ.লীগ), মো. জামাল মিয়া (আ.লীগ বিদ্রোহী), আবদুল হালিম সরকার লাল (কৃষক শ্রমিক জনতা লীগ), লিটন আহমদে আকাশ (বিএনপি), মো. শফিকুল ইসলাম শফী (জাপা), সাইফুল ইসলাম সাইফ (আ.লীগ বিদ্রোহী) ও আবুল কাশেম ফজলুল হক (স্বতন্ত্র)। ওই ইউনিয়নে মোট ভোট কেন্দ্র-১২ টি, ভোট কক্ষ-১১৫টি, ভোটার সংখ্যা-৩৯ হাজার ৩৩৭ জন। এদের মধ্যে-নারী ভোটার-২৫ হাজার ৫০১ জন এবং পুরুষ ভোটার ১৮ হাজার ৮৩৬ জন।
বহুরিয়া ইউনিয়নে গোলাম কিবরিয়া সেলিম (আ.লীগ), বিএম বজলুর রহমান ভ‚ইয়া (বিএনপি), শ্রী নিরঞ্জন বিশ্বাস (স্বতন্ত্র), নাজমুল হোসেন ( আ.লীগ বিদ্রোহী) ও রফিকুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী) মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই ইউনিয়নে মোট ভোট কেন্দ্র-৯টি, ভোট কক্ষ-৬৫ টি, ভোটার সংখ্যা-২১ হাজার ৪২৫ জন। এদের মধ্যে নারী ভোটার-১১ হাজার ৪৯ জন এবং পুরুষ ১০ হাজার ৩৭৬ জন।