খেলাধূলাসর্বশেষ নিউজ

৬-১ গোলের বড় জয়ে ফাইনালে আর্জেন্টিনা

পঞ্চদশ মিনিটে লিওনেল মেসির নিখুঁত ফ্রি-কিক থেকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেন মার্কোস রোহো।

পরের আক্রমণটি করেন দুইবার গোল বঞ্চিত হওয়া পাস্তোরে। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৪৩তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগের ব্যর্থতার সুযোগ নিয়ে ডি-বক্সের সীমানা থেকে জোরাল শটে গোলরক্ষক সের্হিও রোমেরোকে পরাস্ত করে প্যারাগুয়েকে ম্যাচে ফিরিয়েছিলেন লুকাস বারিওস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ছয় মিনিটের মধ্যে দুই গোল করে প্যারাগুয়ের ম্যাচে ফেরার আশা প্রায় শেষ করে দেন দি মারিয়া।

৪৭তম মিনিটে ডি-বক্সের ভেতর বাঁয়ে পাস্তোরের বাড়ানো বল নিচু কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডর এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

শেষ দিকে তিন মিনিটের মধ্যে আরও দুই গোল করে কোপা আমেরিকার ফাইনাল খেলা নিশ্চিত করে নেয় আর্জেন্টিনা। ৮০তম মিনিটে গোছালো একটি আক্রমণ থেকে নিজেদের পঞ্চম গোলটি তুলে নেয় মার্তিনোর দল। মেসির পাস থেকে দি মারিয়ার মাপা ক্রসে আগুয়েরোর গতিময় হেড ডান পোস্ট দিয়ে জালে জড়ায়।

আগুয়েরোর গোলের রেশ কাঁটতে না কাঁটতেই স্কোরলাইন ৬-১ করে দেন গনসালো হিগুয়াইন।

শেষ পর্যন্ত কোপা আমেরিকার গত আসরের রানার্সআপদের বড় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয়।

Related Articles

Close