অর্থনীতিবাংলাদেশসর্বশেষ নিউজ
ড. আতিউর রহমানের পদত্যাগ: নতুন গভর্নর ফজলে কবির
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করার পর জানা গেছে, কেন্দ্রীয় এ ব্যাংকটির গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে।
দুপুরে পদ্মা সেতুতে রেলওয়ে লাইন সংযোগ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঢোকার আগে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নতুন দায়িত্ব পেতে যাওয়া ফজলে কবির বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ফজলে কবির ১৮ মার্চ তার দেশে ফিরবেন বলে জানা গেছে। দেশে ফেরার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি এ পদে নিয়োগ পাবেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।