বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আইনী সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত

legal supportমুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি ।। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পরিচালিত মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসসিডাব্লিউএইচআর প্রকল্প টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে শনিবার সকালে ঘারিন্দা ইউনিয়নের সারুটিয়া গ্রামে আইনী সহায়তা বিষয়ক এক পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

পরামর্শ ক্যাম্পে সভাপতিত্ব করেন সারুটিয়া অধিকার সুরক্ষা কমিটির সভাপতি আমিনা বেগম।  গ্রামীণ নারীদের আইন সস্পর্কে ধারণা, তৃণমূল পর্যায়ে নারীরা কিভাবে সেবা পেতে পারে, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা ঘটলে কোথায় যেতে হবে, নারীর অধিকার, মানবাধিকার ও সচেতনতা সৃষ্টি লক্ষে আইনী পরামর্শ দেয়া হয়।

আইনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা সম্বনয়কারী এডভোকেট আতাউর রহমান আজাদ, এডভোকেট এম এ করিম মিয়া, এডভোকেট আব্দুল গণি আল রুহি, এডভোকেট রওশন আরা সিদ্দিকী ও এডভোকেট রীতা দে।

এছাড়া “মর্যাদায় গড়ি সমতা, বাল্য বিবাহ, বহু বিবাহ, তালাক, দেনমোহর, ভরন পোষন, যৌতুক, নারী ও শিশু নির্যাতন দমন আইন, নারীর প্রতি সহিংসতা” সহ আইনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আইন সহায়তা ক্যাম্প পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল ইউনিটের প্রজেক্ট ফ্যাসিলিটেটর আলম খান ও এহসানুল হক খান।

Tags

Related Articles

Close