ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

বৃষ্টি থেমে গেছে, অপেক্ষা খেলা শুরুর…

ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: অবশেষে বহু প্রত্যাশিত ভারত- বাংলাদেশের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে এক পর্যায়ে মনে হয়েছিল নাও গড়াতে পারে ম্যাচটি!

সর্বশেষ জানা গেছে, সাড়ে আটটায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করবেন। এমনকি মাঠ খেলার উপযু্ক্ত না হলে ১০টা ৪৫ মিনিট পর্যন্তও দেরি করা হতে পারে। জানা গেছে, সর্বনিম্ন ৫ ওভার করে খেলা হতে পারে। তবে এটা সম্ভব না হলে, দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, রোববার দুপুর থেকেই মিরপুরের আকাশ ছিল মেঘলা। সন্ধ্যা পৌনে ছয়টায় হঠাৎ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি । বৃষ্টি শুরুর পরই উইকেট ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়।

এর খানিক পরই ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। স্টেডিয়ামের বিদ্যুৎও চলে যায়, ফ্লাডলাইটগুলো হয়ে যায় বন্ধ। সন্ধ্যা পৌনে সাতটার কিছু আগে ফ্লাডলাইটের আলোতে আবার আলোকিত হয়ে যায় স্টেডিয়াম। সাতটা ৪০ মিনিটের দিকে থেমে যায় বৃষ্টি। এরই মধ্যে শুরু হয় পানি সরানোর কাজ।

এখন অপেক্ষা খেলা শুরুর। দেখা যাক, ক্রিকেট বিধাতা কোটি কোটি ক্রিকেটপ্রেমিদের জন্য কী রেখে দিয়েছেন!

 

Tags

Related Articles

Close